মালদা

চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই ফের মহানন্দা নদীতে তলিয়ে গেল এক যুবক

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে রাহুল সিং-এর জলে ডুবে মৃত্যুর ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নদীতে তলিয়ে গেল এক যুবক। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের বালুচর এলাকা সংলগ্ন মহানন্দা নদীতে।

জানা যায়, রবিবার দুপুরে মেলায় যোগ দিতে আসা এক ঝাড়খন্ডের যুবক রাহুল সিং মহানন্দা নদীতে স্নান করতে যায়। এরপর সে নদীতে তলিয়ে যায়। যদিও রাতে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু এই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের মহানন্দা নদীতে ঘটল দুর্ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে সিঙ্গাতলা এলাকার এক ছেলে সৌরভ দে মহানন্দা নদীতে যায় স্নান করতে। কিন্তু নদীতে সেও হঠাৎ করে তলিয়ে যায়। ঘটনার খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ছুটে আসে সৌরভের মা বাবা। শুরু হয় তল্লাশি। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের দেহ পয়া যায়নি বলে খবর।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে নিখোঁজ যুবকের মা মুক্তি দে জানান, এদিন বাড়িতে তারা কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করে তারা ফোন মারফত জানতে পারেন তার ছেলে জলে ডুবে গেছে। খবর পেয়েই তারা ছুটে আসেন নদীতে। 

তবে মহানন্দা নদীতে একের পর এক জলে ডুবে যাওয়ার ঘটনা হঠাৎ করে বেড়ে গেল কেন ? এর পেছনে কি রয়েছে নদী থেকে অবৈধ বালি খনন মাফিয়া দের হাত ? কারন এই সমস্ত বালি মাফিয়ারা নদী গর্ভ থেকে দিন রাত এক করে বালি তুলে নিচ্ছে। যার ফলে নদীতে সৃষ্টি হয়েছে একাধিক গর্ত। আর এখন বৃষ্টির কারনে নদীতে জল বেড়ে রয়েছে। যার ফলে এই সমস্ত গর্তে পড়েই হয়তো নদীর শিকার হচ্ছে এলাকার ছোট থেকে বড় সকলেই। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/UPjSIO_AFT4